মাদকাসক্ত পিতাকে জেলে পাঠিয়ে দিল ছেলে

  © সংগৃহীত

দিনাজপুরে এবার বাবা-মা ছেলেকে নয়, ছেলে অতিষ্ঠ হয়ে নিজের মাদকাসক্ত পিতাকে তুলে দিলেন জেলা প্রশাসকের (ডিসি) হাতে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজ রোববার দিনাজপুর শহরের মহারাজার মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকাসক্ত পিতা বৈদ্য নাথ পাল (৫২)। শহরের মহারাজার মোড় এলাকা বাসিন্দা তিনি এবং একজন ইলেকট্রিক মিস্ত্রি।

দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলম বলেন, মাদকাসক্ত বৈদ্য নাথ পালের ছেলে দীপক পাল অতিষ্ঠ হয়ে ফোন দিয়ে জানায় যে, তার পিতা দিনে দুই থেকে তিন বার মাদক সেবন করে। পরিবারের পক্ষ থেকে বাঁধা দেওয়ায় স্ত্রী, ছেলে ও মেয়েকে মারধর করে।

ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে যে আয় হয় তা দিয়ে মাদক সেবন করে। আজ রবিবার দুপুর ৩টায় ছেলে দীপক পাল ফোন করে তার বাবাকে জেলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরে কৃষ্ণ অধিকারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪২ ধারার এক উপধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে তাকে জেলে প্রেরণ করেন।


সর্বশেষ সংবাদ