সাবেক ইউপি সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

৩০ জানুয়ারি ২০২০, ১১:৫১ AM

© সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার বনগ্রামে এ ঘটনা ঘটে। রনি একই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। এ বছর তার বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।

জানা যায়, শেখ বংশের নতুন শেখকে ৪ থেকে ৫ দিন আগে মোল্লা বংশের রহিম ও ভুলু মোল্লা মারধর করেন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে নতুন শেখ রহিম মোল্লাকে মারধর করলে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ গুলি ছোড়লে রনি শেখ ঘটনাস্থলেই মারা যায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনগ্রামে শেখ ও মোল্লা বংশের মধ্যে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে ওই দুই বংশের লোকজন বলাকইড় পূর্বপাড়া এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় করপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ গুলি ছোড়লে রনি শেখ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান পুলিশের এ কর্তকর্তা।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬