নিউ জেএমবির আইটি প্রধান জাবি ছাত্র তানভীর, বিস্ফোরকসহ স্ত্রী আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৮:৪২ AM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২০, ০৯:৪৫ AM
জঙ্গি আস্তানা সন্দেহে সাভারের আশুলিয়ায় ঘিরে রাখা বাড়ি থেকে এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় ওই বাড়ি থেকে ড্রোন ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায় জব্দ করা হয়। আটককৃত ওই নারীর নাম শায়েলা শারমিন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের বর্তমান ছাত্র ও নব্য (নিউ) জেএমবির আইটি প্রধান তানভীর আহমেদ রব্বানির স্ত্রী বলে জানা গেছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান। এর আগে, বিকেল ৫টা থেকে গকুল নগর বাজারের পাশে প্রবাসী আক্তার হোসেনের বাড়িটি ঘিরে রাখা হয়। শায়েলা শারমিনকে আটক করা হলেও তবে তানভীরকে পাওয়া যায়নি।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বলেন, বগুড়া পুলিশের সহায়তায় আমাদের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এই বাড়িটির সন্ধান পান যে এখানে নব্য জেএমবির সদস্যরা তাদের কার্যক্রম চালাচ্ছে। পরে আজ বিকেল থেকে অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্য তানভীরের স্ত্রী শাইলা শারমীনকে আটক করা হয়। সেই সঙ্গে বাসায় তল্লাশি করে আমরা কিছু পেট্রোল বোমা, সংক্রিয় কিছু সরঞ্জামাদি, খেলনা পিস্তলসহ দূর থেকে হামলা চালানোর মত সরঞ্জামাদি পেয়েছি।
তিনি আরও বলেন, তানভীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনলজি (আইআইটি) বিভাগের বর্তমান শিক্ষার্থী তানভীর। তানভীরের সঙ্গে ফেসবুকে পরিচিত হওয়ার পর সম্প্রতি তারা বিয়ে করেন। বিয়ের পর প্রথম এই বাড়িটি ভাড়া নেন বলে শারমিন জানান। তাকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী দীন মোহাম্মদ আশিক জানান, তানভীর আহমেদ তাদের বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। একবার রিপিট করায় এখন তিনি ৪৭ ব্যাচের সঙ্গে দ্বিতীয় বর্ষে আছেন।