শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে কলেজ মাঠেই চলে গরুর হাট!

১৩ জানুয়ারি ২০২০, ০৮:৪৪ AM

© টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ডিগ্রি কলেজের ক্লাস বন্ধ রেখে দাপটের সঙ্গে চলছে সাপ্তাহিক গরু-ছাগলের হাট। এ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিবাবকসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার হাওরবেষ্টিত ইউনিয়ন চাতলপাড়ের দূরত্ব উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার। ১৯৯১ সালে এক একর জায়গায় প্রতিষ্ঠিত হয় চাতলপাড় ডিগ্রি কলেজ। বর্তমানে প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছে কলেজে। প্রতি বুধবার ওই কলেজের মাঠে পাঠদান কার্যক্রম বন্ধ রেখে বসানো হয় সাপ্তাহিক পশুর হাট।

4 (4)

পশুর হাটের কারণে বিদ্যালয়টিতে ঠিকমতো ক্লাস হয় না বলে অভিযোগ সংশ্নিষ্টদের। এ নিয়ে কলেজ ও স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। সম্প্রতি বাজারটি অপসারণের জন্য স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের নির্দেশে কলেজ কর্তৃপক্ষ রেজুলেশন করে জেলা প্রশাসক বরাবর আবেদনও দেয়।

স্থানীয়রা জানান, প্রায় ৪০ বছর আগে চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বসত পশুর হাট। ওই হাট থেকে বিদ্যালয়টি আর্থিকভাবে লাভবানও হতো। পরে উপজেলা প্রশাসন পশুর হাটটি ইজারা দেয় এবং আয় জমা হচ্ছে সরকারি কোষাগারে। বিদ্যালয়টি আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় সংশ্নিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের পরামর্শে বিদ্যালয়টির চারপাশে সীমানা প্রাচীর দেওয়া হয়। পরে চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠে স্থানান্তর করা হয় এ হাট। এর পর কলেজ মাঠেই ১৬ বছর ধরে বসছে পশুর হাট।

কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আরিফ বিল্লাহ বলেন, ‘সপ্তাহের প্রতি বুধবার কলেজ মাঠে গরুর হাট বসে। বৃহস্পতিবার গরু, ছাগলের মল মূত্রের গন্ধে ক্লাশ করা যায় না। তাই বৃহস্পতিবার অনেক শিক্ষার্থী ইচ্ছে করেই ক্লাসে আসেন না।’

আরেক শিক্ষার্থী সঞ্জয় রায় বলেন, ‘এই ইউনিয়নটি হাওর বেষ্টিত। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। তাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর পরেনি বিষয়টি। কলেজে গরুর হাট নিয়ে বন্ধুরা বিদ্রুপ করে। হাটের কারণে নিয়মিত খেলাধুলাও করা যায় না।’

কলেজের অধ্যক্ষ ওমর আলী বলেন, ‘সাপ্তাহিক গরুর হাটটি বন্ধের জন্যে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে কলেজের পক্ষ থেকে রেজুলেশন আকারে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। কিন্তু এখনো পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।’

6 (1)

হাটের ইজারাদার এবং চাতলপাড় ইউনিয় পরিষদের এক নং ওয়ার্ডের কাউন্সিলর (মেম্বার) বিনয় রায় জানান, উপজেলা প্রশাসনের কাছ থেকে মাঠটি ইজারা নিয়ে প্রায় ২৫ বছর ধরে হাট বসছে। প্রায় ৪৫ লাখ টাকা দিয়ে ১ বছরের জন্য মাঠটি ইজারা নেন তারা। তবে শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

চাতল পাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ জানান, আগে হাটটি কলেজের পাশে স্কুলের মাঠে হতো। কলেজ মাঠে গরুর হাট কোনও ভাবেই কাম্যনয়। যতটুকু জানতে পেরেছি হাটটি বন্ধের ব্যাপারে কলেজ কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসককে জানানো হয়েছে। আমরা চাই অন্যত্র স্থানান্তর করা হউক।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী জানান, তিনি কয়েকমাস হলো কাজে যোগ দিয়েছেন। গত কয়েকদিন আগে চাতলপাড় কলেজ পরিদর্শন করেছেন। সেই সঙ্গে জেলা প্রশাসকের নির্দেশে কলেজ মাঠে গরু হাট বন্ধসহ অন্যত্র নিয়ে যাবার উদ্যোগ নিবেন।

প্রসঙ্গত, প্রায় ১ একর জমির ওপর ১৯৯১ সালে হাওর অঞ্চলে প্রতিষ্ঠিত কলেজটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ শতাধিক।

বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ 
  • ১১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় কমিউটার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলে চোর সন্দেহে স্বামী-স্ত্রী আটক
  • ১০ জানুয়ারি ২০২৬
হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে:…
  • ১০ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ৩ জনের নাম…
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবি ক্যাম্পাসে প্রায় ১৫০০ কম্বল বিতরণ শিবিরের
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9