৭ বছরের শিশুকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা

১১ জানুয়ারি ২০২০, ০৯:১২ AM

© সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বস্তাবন্দি অবস্থায় তোফাজ্জল হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার চারাগাঁও সীমান্তের বাঁশতলা গ্রাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের দিন পর উদ্ধার  ওই শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তোফাজ্জল উপজেলার সীমান্তগ্রাম বাঁশতলার জুবায়েল হোসেনের ছেলে। সে বাঁশতলা দারুল হেদায়েত মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানান, তোফাজ্জল গত বুধবার বিকালে নিজ গ্রাম থেকে নিখোঁজ হয়। পরে অপহরণ সন্দেহে বৃহস্পতিবার পরিবারের পক্ষ হতে থানায় লিখিত অভিযোগ করা হয়। এরপর পুলিশ তার সন্ধান পেতে সব থানায় বার্তা ও ই-মেইল পাঠায়।

চারদিন পর শনিবার ভোররাতে বাঁশতলার এক প্রতিবেশীর বাড়ির পেছনে বস্তাবন্দি অবস্থায় শিশু তোফাজ্জলের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, মামলা ও পূর্ব বিরোধের জের ধরে তোফাজ্জলকে অপহরণের পর হত্যা করা হয়। এরপর মরদেহ সিমেন্টের বস্তার ভেতর রেখে দেয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাঁশতলা গ্রামের কালা মিয়া ও তার ছেলে সেজাউল কবিরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মো. আবু মুসা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আতিকুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে ওই শিশু অপহরণ ও হত্যাকাণ্ডে কারা জড়িত রয়েছেন সে ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬