বাঁচানো যায়নি ফুটফুটে সেই নবজাতককে

২৪ নভেম্বর ২০১৯, ০১:০৮ PM

© সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামে রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত সেই নবজাতক মারা গেছে। আজ রোববার সকালে শ্বাসকষ্টজনিত কারণে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নবজাতককে উদ্ধার করা হয়। তখনো ছেলে নবজাতক শিশুটি জীবিত ছিল। উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এরপর আজ সকালে নবজাতকটির শ্বাসকষ্ট হলে যশোর জেনারেল হাসপাতালে স্নানান্তর করা হয়।সেখানেই নবজাতকটি মারা যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়েত বলেন, ‘শিশুটি রাতে সুস্থ ছিল। সকালে শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে আমরা যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করি।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান বলেন, ‘যশোর জেনারেল হাসাপাতালে শিশুটি মারা গেছে। নবজাতকটির হেফাজতে থাকা ষাটবাড়িয়া গ্রামের মো. মুকুল জোয়ার্দ্দার ও তার স্ত্রী দাফনের ব্যবস্থা করবেন।’

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬