টাইগার মোমেন © সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ১৯টিরও বেশি মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য মো. মোমেন ওরফে টাইগার মোমেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে কাঁচপুর এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টাইগার মোমেন (৪০) কাঁচপুর সোনাপুর গ্রামের হাজী মো. আমির আলীর ছেলে। পুলিশ জানায়, সে ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁ এলাকায় সংঘটিত মোহাম্মদ আশিক মিয়া হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে এলাকায় ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
টাইগার মোমেনের অপরাধমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, 'তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও চুরির অভিযোগে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় রুজুকৃত ১৯টির অধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।' বর্তমানে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।