দশম শ্রেণির ছাত্র শাওন হত্যায় দুই সহপাঠী আটক

০১ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ PM
মদন থানা

মদন থানা © সংগৃহীত

নেত্রকোনার মদনে শাওন নামে দশম শ্রেণির এক স্কুল পড়ুয়া ছাত্রের হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে বুধবার একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা আওলাদ হোসেন দুলাল। এ ঘটনায় চানগাঁও চকপাড়া গ্রামের শান্তু মিয়ার দশম শ্রেণি পড়ুয়া ছাত্র খায়েস মিয়া ও জাহাঙ্গীরপুর গ্রামের এনামুল হক মিয়ার ছেলে মাফুজুর রহমানকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৩১ ডিসেম্বর) খায়েস মিয়াকে ও বৃহস্পতিবার (১ জানুয়ারী) মাহফুজুর রহমানকে নেত্রকোনা কোর্টে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রেরণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে মাহফুজুর রহমান। 

খুন হওয়া শাওন উপজেলার মাঘান ইউনিয়নের পদমশ্রী ভূঁইয়াহাটি গ্রামের আওলাদ হোসেন দুলাল মিয়ার ছেলে ও তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খুন হওয়া শাওন রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার দাদার মনোহারী দোকান কদমশ্রী বিকাল বাজারে  গেলে অজ্ঞাতনামা দুইজনসহপাঠি তাকে ডেকে হাওরের দিকে নিয়ে যায়। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায়নি। পরে সোমবার সকালে ফসলী জমি থেকে নিহত শাওনের লাশ উদ্ধার করে থানা পুলিশ। 

পরে এ ঘটনায় নিহত শাওনের বাবা আওলাদ হোসেন দুলাল গতকাল বুধবার অজ্ঞাতনামা আসামী করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় সন্দেহ থাকায় খায়ের ও মাহফুজুর রহমান নামে দুই সহপাঠিকে আটক করেছে পুলিশ। পুলিশের নিকট মাহফুজুর রহমান ঘটনার দায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ ও এলাকাবাসী ধারনা করছে মেয়ে সংক্রান্ত ঘটনা হতে পারে। এ ঘটনায় একটি মেয়েকে প্রাথমিক বিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

মদন থানার ওসি হাসনাত জামান বলেন, স্কুল পড়ুয়া  ছাত্র শাওন হত্যার ঘটনায় ছেলেটির বাবা অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। সন্দেহ থাকায় প্রাথমিকভাবে একই স্কুলের দুই সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহস্পতিবার নেত্রকোনা কোর্টে মাহফুজুর রহমানকে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে।

সবচেয়ে বেশি মৃত্যু বিএনপির, কম জামায়াতের—আ. লীগের কত
  • ০১ জানুয়ারি ২০২৬
সুপার ওভারে রংপুর-রাজশাহী ম্যাচ 
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
বৃত্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ০১ জানুয়ারি ২০২৬
এনএসইউতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা
  • ০১ জানুয়ারি ২০২৬
তারেক রহমান ও জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে আজহারীর বার্তা
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!