ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

ঢাকা মেডিকেল কলেজ
ঢাকা মেডিকেল কলেজ  © ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ ফেলে কৌশলে পালিয়ে গেছেন স্বামী পরিচয় দেওয়া এক ব্যক্তি। নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তাঁর থুতনিতে কালো দাগ পাওয়া গেছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের বেসরকারি ট্রলিম্যান মো. হাসান ঘটনার বর্ণনা দিয়ে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে এক ব্যক্তি ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন। তখন তিনি নিজেকে তরুণীর স্বামী বলে পরিচয় দেন এবং তরুণীকে ট্রলিতে তুলে জরুরি বিভাগের সামনে রেখে দেন।

ট্রলিম্যান মো. হাসান আরও জানান, রোগীকে ভেতরে নেওয়ার কথা বলা হলে ওই ব্যক্তি জানান, তার একজন পরিচিত আসছেন, তিনি এলে ভেতরে নেওয়া হবে। এ কথা বলে তিনি প্রায় দুই ঘণ্টা ধরে হাসপাতালের বাইরে ট্রলিতে তরুণীকে রেখেই অপেক্ষা করেন। রাত সোয়া ৮টার দিকে ওই ব্যক্তি কৌশলে তরুণীকে ট্রলিতে রেখেই সেখান থেকে পালিয়ে যান।

এরপর জরুরি বিভাগের চিকিৎসকেরা তরুণীকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর এবং তার থুতনিতে কালো দাগ রয়েছে। যিনি তরুণীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তিনি নিজেকে স্বামী পরিচয় দিয়ে কৌশলে তরুণীকে রেখে পালিয়ে গেছেন। তরুণীর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!