মরদেহ দেখতে স্থানীয়দের ভিড় © টিডিসি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর চুরিকাঘাতে স্ত্রী ফারজানা আক্তার (২২) খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী নুর আলীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ভাড়া বাসায় এঘটনা ঘটনাটি ঘটেছে।
নিহত ফারজানা উপজেলার লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
চুনারুঘাট থানাও ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী পুলিশ হেফাজতে রয়েছে।