সরকারি খাস জমিকাণ্ডে সেচ্ছাসেবকলীগ নেতা আটক

০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ AM
ফয়সাল পঞ্চায়েত

ফয়সাল পঞ্চায়েত © সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলা সেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক ফয়সাল পঞ্চায়েতকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

সোমবার (০১ ডিসেম্বর) দুপুরের দিকে ডিবি'র একটি দল তাকে আটক করে। দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী ডিবি'র  অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন। 

এদিকে, বাউফলের ইউএনও আমিনুল ইসলামের যোগসাজশে সরকারি খাস জমি ১ বছরের জন্য কৃষকদের চাষাবাদের অনুমতির দেয়ার নামে জনপ্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে আটক ফয়সাল পঞ্চায়েতের বিরুদ্ধে। এ বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে গত দুইদিন ধরে ব্যাপক আলোচনায় ছিলেন তিনি। 

জানা গেছে, খাস জমির অবৈধ বাণিজ্য নিয়ে  ইউএনওর দালাল উল্লেখ করে ফয়সাল পঞ্চায়েতসহ কয়েকজনের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একাধিক লিখিত অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। 

একটি সমবায় সমিতির সদস্য আবদাল হোসেন বলেন, আমরা ১৫০ একর জমি নিয়েছি বিনিময়ে ইউএনওকে পাঁচ লাখ টাকা দিয়েছি।

চন্দ্রদ্বীপ এলাকার কৃষক মো. শাহীন বলেন, আমি পাঁচ হাজার টাকার বিনিময়ে এক একর জমি পাইছি। ইউএনও স্যারে য্যার (যার) তোন (থেকে) য্যা (যা) লইয়া পারছে। আর যে যে দিয়া পারছে। এই কারোণে কেউর পাঁচ আজার আবার কেউর ছয় আজার, কেউ ২০ আজার, কেউ আবার ২৫ আজার টাহা দিয়া কেনছে।

এ বিষয়ে  নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের কৃষক রুহুল রাড়ি বলেন, আমি ১৫ একর জমি তরমুজ চাষের জন্য ফয়সালের কাছ থেকে ক্রয় করেছি। একর প্রতি ২৫ হাজার টাকা নিয়েছে ফয়সাল। ১৫ একরে তিন লাখ টাকা দিয়েছি। এখনও ৭৫ হাজার টাকা বাকি রয়েছে।

একই ইউনিয়নের আরেক কৃষক রাসেল হোসেন বলেন, ফয়সাল দুই একর জমি বাবদ আমার কাছ থেকে ৪৮ হাজার টাকা নিয়েছে। দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে বাধ্য হয়ে আমি ৪৮ হাজার টাকা দিয়া জমি কিনছি। 

উল্লেখ্য, জমি চাষাবাদের অনুমতি দেয়ার প্রক্রিয়া সঠিক ছিলো না। জমির বরাদ্দ বাদক রাষ্ট্রীয় কোষাগারে একটি টাকাও জমা দেয়া হয়নি বলে নিশ্চিত করেছেন উপজেলা ভূমি অফিস। 

পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডেভিল হিসেবে তাকে আটক করা হয়। কিছু বিষয় জিজ্ঞাসাবাদ চলছে। বাউফল থানা থেকে ডকুমেন্টস পাঠানোর পরে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
যে কারণে স্থগিত রাজশাহী জেলা ও মহানগর এনসিপির কমিটি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই, কমিশন যেন আন্দোলনে নামতে ব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9