মিরসরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার ছেলে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
ভুক্তভোগী কিশোরীর মামা অভিযোগ করে বলেন, ‘আমার ভাগিগি দুপুরে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গেলে আনোয়ার ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
 
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আদিব ইসমাঈল বলেন, ‘এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঠিয়েছি।’
 
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, কিশোরী ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ