হাসিনা-আসাদুজ্জামানের সাজা কার্যকর কীভাবে, যা বললেন অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  © সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে, সেটি আসামিরা যেদিন গ্রেফতার হবে সেদিন থেকে কার্যকর হবে। আজ সোমবার (১৭ নভেম্বর) আদালতে রায় ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘মামলায় দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একজন রাজস্বাক্ষী হওয়ায় সার্বিক বিষয় বিবেচনা করে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।’

অ্যাটর্নি জেনারেল জানান, শেখ হাসিনার বিরুদ্ধে থাকা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে সাজা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় যুগান্তরকারী রায় হয়েছে, যা প্রশান্তি আনবে। এটি বাংলাদেশে ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য মাইলফলক হয়ে থাকবে।

আরও পড়ুন: চব্বিশের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছেন, সরকার তা নেবে বলে আশা করি।’

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!