পুলিশকে কলেজ ছাত্রীর বার্তা

‘আমাকে খুঁইজেন না, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালোই আছি’

১৬ নভেম্বর ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও বরিশালের এক কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরিবার নিখোঁজের দাবি করলেও পুলিশ নেপথ্যে ভিন্ন কারণ রয়েছে বলে জানিয়েছেন।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, মেয়েটি প্রেমিকের হাত ধরে পালিয়েছেন। বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি খুদেবার্তা আসে। যেখানে লেখা হয়েছে, ‘আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালোই আছি।’ তবে এর পর থেকেই সেই নম্বরটি বন্ধ রয়েছে। সেই সাথে ফোনটিও অব্যবহৃত রয়েছে। তাছাড়া পরিবার থেকেও আমাদের খুব বেশি কিছু জানানো হচ্ছে না। ফলে একটু সময় লাগছে। তবে আমরা দ্রুতই তাকে উদ্ধার করবো।

নিখোঁজ ওই ছাত্রী  আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র দাসের মেয়ে এবং বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির ছাত্রী।

কলেজছাত্রীর ভাই রিমন দাস বাদী হয়ে দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে বরিশাল নগরীতে কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন পূজা দাস। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। সম্ভাব্য জায়গাগুলোয় খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলাম বলেন, এটি অপহরণ কি না তা এখনো নিশ্চিত না। কেননা নিখোঁজের ডিজি হলেও কোনো ক্লু দিতে পারেনি তার পরিবার। এমনকি পুলিশের তদন্তে কোনো সহযোগিতাও তারা করছে না।

তিনি আরও বলেন, যেই নম্বর থেকে তদন্ত কর্মকর্তাকে মেসেজ দেওয়া হয়েছে সেটা বন্ধ থাকায় ট্রাকিংও করা সম্ভব হচ্ছে না। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে তথ্য চেয়েছি। বিশেষ কৌশলে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

 

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬