কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৩ হাজার কেজি জাটকা জব্দ

০৭ নভেম্বর ২০২৫, ০৬:২২ PM
আটককৃত জাটকা

আটককৃত জাটকা © সংগৃহীত

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে পৃথক দুই অভিযানে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ নভেম্বর ২০২৫ তারিখ শুক্রবার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক গজারিয়া থানাধীন ভবের চর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫ শত কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে, একই দিন ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন, পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ২টি বাস এবং ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস চালক, ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাস ও ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে, জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগ: জাটকা
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ…
  • ০২ জানুয়ারি ২০২৬
জিয়া উদ্যানে শোকের আবহ, খালেদা জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীদ…
  • ০২ জানুয়ারি ২০২৬
সীমান্তে নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা
  • ০২ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ০২ জানুয়ারি ২০২৬
বেনাপোল স্থলবন্দরে নতুন বছরে সেবা মাশুল বাড়ল ৫ শতাংশ, অসন্ত…
  • ০২ জানুয়ারি ২০২৬
ঢাকায় করমর্দন: ২০২৬ সালে কি ভারত-পাকিস্তান সম্পর্কের বর…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!