বিয়ের প্রলোভনে যৌনসঙ্গম এখন আর ধর্ষণ নয়, ‘প্রতারণামূলক যৌনকর্ম’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ PM
নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংস্কার এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগে বিয়ের প্রলোভনে যৌনসঙ্গম ধর্ষণ মামলা হিসেবে দায়েরের কারণে ধর্ষণ মামলার বিচারে বিলম্ব হতো। এটি এখন প্রতারণামূলক যৌনকর্ম হিসেবে ভিন্ন অপরাধ গণ্য হবে। ফলে (জোরপূর্বক) ধর্ষণ মামলার বিচার দ্রুত হচ্ছে।
মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রম নিয়ে দেওয়া ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংস্কার কার্যক্রম নিয়ে দেওয়া ফেসবুকের ওই পোস্টে তিনি আরও জানান, ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে সমাপ্ত হচ্ছে (আগে ছিল ১৮০ দিন)। নির্দিষ্ট সময়ে তদন্ত ও বিচার শেষ না করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হয়েছে; ছেলে শিশুর বলাৎকার এখন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। শিশু ধর্ষণ প্রতিরোধে প্রতিষ্ঠা করা হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল।
এ ছাড়া অভিযোগকারী, সাক্ষী ও ভিকটিমের সুরক্ষার ব্যবস্থা রয়েছে, অনলাইনে সাক্ষ্য প্রদানের সুযোগ রয়েছে, অপরাধের সাজার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে বিচারক নিজ উদ্যোগে বিচার করতে পারবেন বলে তিনি পোস্টে জানান।