ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সংস্কৃতিকর্মী গ্রেপ্তার

০৭ অক্টোবর ২০২৫, ০৭:৫১ PM
 গ্রেপ্তার শামীম আশরাফ (বৃত্ত চিহ্নিত)

গ্রেপ্তার শামীম আশরাফ (বৃত্ত চিহ্নিত) © সংগৃহীত

ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে ময়মনসিংহে কবি, সংস্কৃতিকর্মী ও গ্রাফিকস ডিজাইনার শামীম আশরাফকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি নগরীর দুর্গাবাড়ি রোড এলাকায় ‘গ্রাফিটি’ নামে একটি মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং ‘পরম্পরা’ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে দায়ের করা মামলায় তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় সদর উপজেলার চরআনন্দিপুর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. ইয়াসিন আরাফাত বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে মামলা করেন।

মামলার বাদী ইয়াসিন আরাফাত গণমাধ্যমকে বলেন, ‘বেহেশত নিয়ে শামীম আশরাফের অবমাননাকর মন্তব্যে মুসলিম সমাজ মারাত্মকভাবে আহত হয়েছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার উপযুক্ত শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-দক্ষিণ) মহিদুল ইসলাম বলেন, ‘শামীম আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর মন্তব্য করায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ পাওয়ার পর আমরা তাকে আটক করে থানায় হস্তান্তর করেছি।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মামলায় আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। 

উল্লেখ্য, সোমবার দুপুরে শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে ‘শামীম চৌধুরী’ নামে এক ব্যক্তির মন্তব্যের জবাবে বেহেশত নিয়ে কটূক্তি করেন। পরে ওই মন্তব্যটি ভাইরাল হলে ধর্মপ্রাণ মানুষ ফেসবুকে তার গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে স্ট্যাটাস দিতে থাকেন।

এদিকে সোমবার দুপুরে নগরীর বড় মসজিদের সামনে পবিত্র কোরআন শরিফ অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৌহিদী ছাত্র জনতা-সমাবেশ করে। সমাবেশে বক্তারা শামীম আশরাফকেও বিচারের আওতায় আনার দাবি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সতর্ক অবস্থান নেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

রাত সাড়ে ৯টার দিকে শামীম আশরাফ নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘আমার যে কমেন্টটি মানুষকে ব্যথা দিয়েছে, সে জন্যে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

তবে এর কিছুক্ষণের মধ্যেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে ‘গ্রাফিটি’ কার্যালয়ে তল্লাশি চালায়।
পরে রাতেই তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

আমরা গণভোটে ‘না’ ভোট দেব, জনগনকেও উদ্বুদ্ধ করব: জিএম কাদের
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন ৮০ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে …
  • ২১ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি, শোকজ ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২১ জানুয়ারি ২০২৬
দুই ম্যাচেই বৃষ্টির বাধা, কঠিন সমীকরণে বাংলাদেশ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9