ছিনতাইকারীকে দিয়ে নিজেই দোকান লুটের নাটক সাজাল স্বর্ণ ব্যবসায়ী

স্বর্ণালংকার লুটের সিসিটিভি ফুটেজ
স্বর্ণালংকার লুটের সিসিটিভি ফুটেজ  © টিডিসি ফটো

মানিকগঞ্জ শহরের স্বর্ণাকারপট্টিতে ঘটে যাওয়া আলোচিত স্বর্ণালংকার লুটের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে বেরিয়ে এসেছে, ‘অভি অলংকার’ জুয়েলারি দোকানের মালিক শুভ দাস নিজেই এই লুটের নাটক সাজিয়েছিলেন।

পুলিশ জানায়, মাত্র ৫ লাখ টাকার বিনিময়ে তিনজন ভাড়াটে ছিনতাইকারী ভাড়া করেন শুভ দাস। পূর্বপরিকল্পনা অনুযায়ী, মালিক নিজেই মোবাইলে বার্তা পাঠালে ভাড়াটেরা দোকানে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর দোকানের লকার ভেঙে প্রায় ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৩৬ লাখ টাকা) নিয়ে যায় তারা।

নাটকটিকে বাস্তব মনে করাতে ছিনতাইকারীরা মালিক শুভ দাসকে কুপিয়ে রক্তাক্ত করে, যাতে ঘটনাটি বিশ্বাসযোগ্য মনে হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার কয়েকদিন পর, রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে, পুলিশ অভিযান চালিয়ে মানিকগঞ্জের শাইলীপাড়া এলাকা থেকে তিনজন অভিযুক্ত—সোহান, আমানত ও শরীফকে গ্রেফতার করে। তদন্তে নিশ্চিত হওয়া গেছে, এটি ছিল পুরোপুরি পূর্বপরিকল্পিত ছিনতাই নাটক।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘দোকানের মালিক শুভ দাসই ছিলেন এই নাটকের মূলহোতা। তবে এর পেছনে আরও কোনো আর্থিক বা ব্যক্তিগত উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্বর্ণাকারপট্টির এক ব্যবসায়ী বলেন, ‘রাতের নিরাপত্তা জোরদারের জন্য আমরা বহুবার দাবি জানিয়েছি, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা হয়নি। এখন এমন ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে।’

 


সর্বশেষ সংবাদ