কক্সবাজার সৈকতে অভিযান, ছিনতাইকারী-হিজড়াসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারে ছিনতাইকারী-হিজড়াসহ গ্রেফতার ৯
কক্সবাজারে ছিনতাইকারী-হিজড়াসহ গ্রেফতার ৯  © টিডিসি ফটো

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে চলমান পর্যটন মৌসুম এবং শারদীয় দুর্গাপূজার ছুটিকে ঘিরে বেড়েছে পর্যটকের ভিড়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। এরই অংশ হিসেবে সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সুগন্ধা ও লাবণী পয়েন্টে পৃথক অভিযানে ছিনতাইকারী ও হিজড়াসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছি। ‘কমিটেড টু প্রটেক্ট, প্রাউড টু সার্ভ’— এই নীতিতে আমরা নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের সময়সূচি প্রকাশ

অপরাধ বেড়েছে, সতর্ক ট্যুরিস্ট পুলিশ। সাম্প্রতিক সময়ে কক্সবাজারে পর্যটকদের সংখ্যা বাড়ার পাশাপাশি চুরি, ছিনতাই ও প্রতারণা বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ছুটির মৌসুমে বিভিন্ন অপরাধী চক্র সৈকত এলাকায় সক্রিয় হয়ে ওঠে। 

তবে ট্যুরিস্ট পুলিশের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির কারণে অপরাধ দমনে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ না করা হলেও পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয়দের টার্গেট করে ছিনতাই, প্রতারণা ও হয়রানি করে আসছিল। 

ট্যুরিস্ট পুলিশ আরও বলেন, পর্যটকদের নিরাপত্তায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। 


সর্বশেষ সংবাদ