জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেও মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা ১ম/২য় রিলিজ স্লিপ বা কোটায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, তাদের অবশ্যই মেধা তালিকায় স্থান পেতে ২য় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

এছাড়া বর্তমানে যারা ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি রয়েছে কিন্তু ২য় রিলিজ স্লিপে আবেদন করতে চায়, তাদের অবশ্যই ৯ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে আবেদন করতে হবে।

আবেদন করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login> Honours Login অপশনে গিয়ে সঠিক Application ID ও PIN দিয়ে লগইন করতে হবে। এরপর পছন্দের কলেজ ও বিষয় নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করা গেলেও এটি কোনো কলেজে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের এই লিঙ্কে Prospectus (Honours)/Important Notice অপশনে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!