মাদক ব্যবসায়ী শাহনাজ বেগম ও তার ছেলে শাওন © সংগৃহীত
গাজীপুর মহানগরীর টঙ্গীর খৈরতল এলাকায় মাদক ও ছিনতাইয়ের অভয়ারণ্য গড়ে তোলায় চরম ক্ষোভ ও আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সম্প্রতি গণপ্রতিরোধ গড়ে তুলেছেন এলাকাবাসী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খৈরতল এলাকার প্রায় ৩ শতাধিক বাড়ির মালিক চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহনাজ বেগম ও তার ছেলে শাওনের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টঙ্গী পশ্চিম থানায় গণস্বাক্ষর জমা দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শাহনাজকে গত ১৫ সেপ্টেম্বর এক অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেন। তার ছেলে শাওন বর্তমানে টঙ্গী পূর্ব থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে রয়েছে। শাওনের বিরুদ্ধে ২০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, গত ১২ সেপ্টেম্বর রাতে খৈরতল এলাকার ভাঙারি ব্যবসায়ী নবীন হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে শাহনাজ ও শাওনের সহযোগীরা। এ সময় তার কাছে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা ও একটি ব্যাংক কার্ড ছিনিয়ে নেওয়া হয়। পরে ওই কার্ড ব্যবহার করে আরও ৭২ হাজার টাকা উত্তোলন করা হয়।
নবীন হোসেন বলেন, ‘জামিনে বের হয়ে শাহনাজ আমাকে নিয়মিত হুমকি দিচ্ছে। শাওন ছাড়া পেলে আবারও হামলা চালিয়ে গুম বা খুন করতে পারে। আমি পুলিশের কাছে টাকা উদ্ধারের আবেদন করলেও এখনো কোনো আসামির রিমান্ড হয়নি।’ তিনি এ বিষয়ে দ্রুত আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন: দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন ডাকসু জিএস
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, গণস্বাক্ষর ও প্রতিবাদের পরও শাহনাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ ঘটনায় সামাজিক অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। খুব শিগগিরই আলামতসহ আসামিদের আইনের আওতায় আনা হবে।’
এদিকে ব্যবসায়ী নবীন হোসেনকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখার পর স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তৎপরতা জোরদারের দাবি ওঠে।