হবিগঞ্জ জেলা কারাগার © টিডিসি ফটো
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে ১৭ বছর বয়সী এক শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে তার দুলাভাই লেবন মিয়া (৪০)কে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম ১০ সেপ্টেম্বর শাহজালাল সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ফিরে না আসায় ১৫ সেপ্টেম্বর তার বাবা মাধবপুর থানায় নিখোঁজ জিডি (নং-৮৪৯) করেন।
আরও পড়ুন: বিসিএসের নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধন হচ্ছে!
২২ সেপ্টেম্বর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমকে উপজেলার আফজলপুর গ্রাম থেকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, লেবন মিয়া প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তাকে ধর্ষণ করেছে।
অভিযুক্ত লেবন মিয়া ভিকটিমের বড় বোনের স্বামী এবং চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ জানান, অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।