যৌথবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি ও খুনের আসামি গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসী, মাদক ও খুনের আসামি গ্রেপ্তার
যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসী, মাদক ও খুনের আসামি গ্রেপ্তার  © সংগৃহীত

গাজীপুর সদর এলাকায় যৌথবাহিনীর পৃথক অভিযানে কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি ও খুনের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে পরিচালিত এসব অভিযানে তিনজনকে আটক করে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

যৌথবাহিনী সূত্র জানায়, সকালে সদর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী আব্দুল হালিম ওরফে ‘পিচ্চি হালিম’-কে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্রের মহড়া চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

একই দিন গাজীপুরের রথখোলা কাকলী বস্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি সুজন মিয়াকে ২৬০ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার টাকাসহ আটক করা হয়।

আরও পড়ুন: বিচারপতি হিসেবে লুৎফর রহমান কেন যোগ্য, জুলকারনাইনের পোস্টের কমেন্টে একগুচ্ছ প্রমাণ সারজিসের

এছাড়া, সদর এলাকার আরেক অভিযানে ছিনতাইকারী ও খুনের আসামি জয় রায়কে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’


সর্বশেষ সংবাদ