পরীক্ষা শেষে পিকনিকের টাকা সংগ্রহে এলাকায় আতঙ্ক সৃষ্টি, আটক ৪

আটককৃত মেহেদী, জিহাদ, জাহিদ ও রাফসান
আটককৃত মেহেদী, জিহাদ, জাহিদ ও রাফসান  © টিডিসি

বাউফলের কেশবপুর এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রাতের আধারে দেশীয় অস্ত্র উঁচিয়ে কয়েক বাড়িতে টাকা দাবি করার অভিযোগে চারজনকে আটক করেছে সেনা সদস্যরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লেফটেন্যান্ট রাশিদ আহমেদ তকীর নেতৃত্বে বিএ-১১৯৭৬ সেনা টহল দল স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলো, মেহেদী, জিহাদ, জাহিদ ও রায়হান। তাদের বাড়ি সূর্যমণি ইউনিয়নের নুরাইনপুর এলাকায়। 

সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সদ্য এইচএসসি শেষ করেছে এবং পিকনিক করার টাকা জোগাড়ের জন্য এধরনের পরিকল্পনা করেছিল। 

আটকদের বাউফল আর্মি ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তায় বাউফলের অস্থায়ী সেনা ক্যাম্পের পক্ষ থেকে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে। 

এই গ্রুপই বিকেলে খোলা বাজারে মাদক সেবনে বাধা দেয়ায় এক ব্যবসায়ীর ভাইকে প্রকাশ্যে মারধর করেছিলো বলেও অভিযোগ পাওয়া গেছে। 

পুলিশ জানায়, ঘটনার সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। অপরাধের ধরণ নিশ্চিত হয়ে, ধারা মোতাবেক মামলা গ্রহণ প্রক্রিয়াধীন।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence