নুসরাত হত্যা মামলায় কাউন্সিলর মাকসুদ ৫ দিনের রিমান্ডে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ০১:২৭ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০১:২৭ PM
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার মামলায় এজহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর মাকসুদুর রহমানের ৫দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালত এ রিমান্ড দেন।
এর আগে গত বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মাকসুদুর রহমানকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ধার্য্য করেন। সে মোতাবেক আজ তার পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়। ঢাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে আজ সোমবারও সোনাগাজীর বিভিন্ন স্কুল, মাদ্রাসা, নুসরাতের স্বজন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অধিবাসীরা নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন। একই দাবিতে ফেনী শহরেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিক্ষোভ ও মানববন্ধন করে।এসময় এ মামলা যাতে কোনভাবে ভিন্নখাতে প্রবাহিত না হয় সে ব্যাপারে সরকারের প্রতি আহবান জানান তারা।
গত ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় গুরুতর আহত নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে মারা যান। গত বৃহস্পতিবার বিকেলে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে এবং আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে নুসরাতে ভাই নোমান মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভূক্ত সাত জনসহএ পর্যন্ত ১৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।