থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা

২৫ জুলাই ২০২৫, ০৭:২৩ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৯:৫৪ PM
থানায় ঢুকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

থানায় ঢুকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত © টিডিসি ফটো

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে এক অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাত করেছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীকে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে থানার ভেতরেই এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ সময় হামলাকারী থানায় প্রবেশ করে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করেন এবং রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে থানার পেছনে সাঘাটা হাই স্কুলসংলগ্ন একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি অভিযান চালানো হয়। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চললেও ছুরিকাঘাতকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুরো থানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আহত এএসআই মহসিন আলীকে তাৎক্ষণিকভাবে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার এএসআই লিটন মিয়া বলেন, ‘হামলাকারীকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। তবে কী উদ্দেশ্যে বা কেন এই হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’

চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
সেন্টমার্টিনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রলীগ নেতার ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিদেশি স্কোয়াশ চাষে কৃষক সেলিমের সাফল্য
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে হোমিও ক্লিনিকের পরিচালক আটক
  • ২৫ জানুয়ারি ২০২৬
চকরিয়ায় ১০ দলীয় জোটের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠিত
  • ২৫ জানুয়ারি ২০২৬
সকালে ভূমিকম্পে কাঁপল এক জেলা
  • ২৫ জানুয়ারি ২০২৬