আগুন দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ দেখে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৮:৩৮ PM
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে গাছ ফেলে এবং তাতে আগুন লাগিয়ে অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত একটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী এলাকায় এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক মহাসড়কের মাঝে গাছ ফেলে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা স্লোগান দিতে দিতে এলাকা ত্যাগ করে। ভিডিওটি ছাত্রলীগের নিষিদ্ধ নেতা শহীদুল ইসলামের ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়েছে।
জানা গেছে, গোপালগঞ্জে ছাত্রলীগের কয়েকজন কর্মী নিহত ও ব্যাপক গ্রেফতারের ঘটনায় সংগঠনটি রোববার (২০ জুলাই) সারাদেশে হরতালের ডাক দেয়। এরই ধারাবাহিকতায় মহাসড়কে অবরোধের এই চেষ্টার ঘটনা ঘটে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, রাতের আঁধারে মহাসড়কে গাছ ফেলে এবং আগুন লাগিয়ে অবরোধ তৈরির চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে হরতালের দিন সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। গণপরিবহন, পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে।