মোহাম্মদপুরে ‘পানি রুবেল গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার ‘পানি রুবেল গ্যাং’র পাঁচ সক্রিয় সদস্য
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার ‘পানি রুবেল গ্যাং’র পাঁচ সক্রিয় সদস্য  © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ‘পানি রুবেল গ্যাং’র পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র বলে জানিয়েছে সিটিটিসি। রবিবার (১৩ জুলাই) মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে অটো শাহীন (২০), মো. শুভ, মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮ )। সিটিটিসি জানিয়েছে, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম। 

আরও পড়ুন: ঢাবির হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর আত্মহত্যা

তারা চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় চলাচলকারী নিরীহ জনসাধারণকে জিম্মি করে নিয়মিত ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!