পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যুর অভিযোগ, থানার সামনে নেতাকর্মীদের বিক্ষোভ

২০ জুন ২০২৫, ০৯:৩০ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:৩৫ PM
শেখ জুয়েলের মৃত্যুতে স্বজনদের আহজারি

শেখ জুয়েলের মৃত্যুতে স্বজনদের আহজারি © সংগৃহীত

কুমিল্লায় ইয়াবাসহ আটকের পর পুলিশ হেফাজতে শেখ জুয়েল (৪৫) নামে এক বিএনপি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাঙ্গরা বাজার থানার সামনে বিক্ষোভ করেন।

নিহত জুয়েল উপজেলার বাঙ্গরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন  ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে বাঙ্গরা বাজার ব্রিক ফিল্ডের পূর্ব পাশে জনৈক হেলালের বাড়ি থেকে ৭০ পিস ইয়াবাসহ জুয়েল ও তার ৪ সহযোগীকে আটক করে থানায় আনা হয়। রাতে হাজতে জুয়েল অসুস্থ হয়ে পড়লে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুয়েলের স্ত্রী শিল্পী বেগম বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমার স্বামী ইন্টারনেটের বিল কালেকশন করতে যান। দুপুরের পরপরই খবর পাই, আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে। পরে থানায় গিয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ বাধা দেয়। অনেক অনুরোধ করে তার সঙ্গে দেখা করি। সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আমার স্বামী আমাকে বলেছেন, ‘আমি কিছু করি নাই। আমাকে ছাড়ানোর ব্যবস্থা করো।’ঞ

তিনি অভিযোগ করে বলেন, রাতে খবর পাই, আমার স্বামীকে মুরাদনগর হাসপাতালে নিয়ে গেছে। আমি হাসপাতালে গিয়ে দেখি আমার স্বামী আর বেঁচে নেই। পুলিশ আমার স্বামীকে মেরে ফেলছে। 

নিহতের ছেলে শেখ সিহাব বলেন, বিনা অপরাধে পুলিশ আমার বাবাকে ধরে নিয়ে মেরে ফেলছে। আমার বাবাকে হাসপাতালে নেওয়ার ব্যাপারেও পুলিশ আমাদের কিছু জানায়নি। আমরা হাসপাতালে গিয়ে বাবাকে মৃত দেখতে পাই।

এ বিষয়ে জানতে বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।  

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ জুয়েল ও তার আরও ৪ সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতে থানায় সে অসুস্থ হয়ে পড়লে তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, আটক জুয়েলকে পুলিশ নির্যাতন করেনি। অন্য কোনো কারণে তার মৃত্যু হতে পারে। শুক্রবার (২০ জুন) মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর কারণ জানা যাবে।

পে-স্কেলের সুপারিশ জমা দেওয়ার ‘ডেডলাইন’ জানাল কমিশন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইট, সন্ধ্যা থেকে বন্ধ ঢাবি মেট্রো স্টেশন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে শুটারগানসহ তৌহিদুল গ্রেপ্তার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী-মামুনুল হক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামে নেই ম্যাচ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজার ঢল ছাড়াল রাজধানীর কয়েক এলাকায়
  • ৩১ ডিসেম্বর ২০২৫