দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ, ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

১৬ জুন ২০২৫, ০৮:৫২ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ১০:১৯ AM
সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ © সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পরিদর্শনের সময় অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে বিক্ষোভের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। রবিবার (১৫ জুন) রাত ১১টার দিকে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলায় সরকারি কাজে বাধাদান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগ আনা হয়েছে বলে জানান গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ। তিনি জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

এদিকে, এই বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে এবার পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক চিঠিতে আজিরকে কারণ দর্শাতে বলা হয় জানান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

আজির উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি পদে আছেন। পাশাপাশি তিনি ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় জাফলং এলাকায় বালু-পাথর ব্যবসার সঙ্গে জড়িত। শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে এর আগে বিভিন্ন বিক্ষোভেও আজির নেতৃত্ব দিয়েছেন।

আজিরকে পাঠানো নোটিশে বলা হয়, ‘ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’

এর আগে রোববার সকালে জাফলংয়ে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

গত শনিবার সকালে জাফলং পর্যটন এলাকা পরিদর্শনে গিয়ে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। জাফলং থেকে ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। উপদেষ্টাদের গাড়ি আটকে তারা বন্ধ থাকা জাফলংসহ সিলেটের পাথরকোয়ারিগুলো চালুর দাবি জানান। পরে পুলিশের সহয়তায় বিক্ষোভকারীদের সরিয়ে সে জায়গা থেকে ফিরে আসেন দুই উপদেষ্টা।

উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভের ভিডিওতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের কয়েকজন স্থানীয় নেতাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। তাদের একজন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজ উদ্দিন। উপদেষ্টাদের গাড়ি আটকে তাকে 'ভূয়া, ভূয়া' শ্লোগান দিতে দেখা যায়।

এছাড়া ইয়নিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন। এদের মধ্যে জাহিদ খানকে দল থেকে বহিস্কার করেছে যুবদল।

থার্টি ফার্স্ট নাইট, সন্ধ্যা থেকে বন্ধ ঢাবি মেট্রো স্টেশন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে শুটারগানসহ তৌহিদুল গ্রেপ্তার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী-মামুনুল হক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামে নেই ম্যাচ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজার ঢল ছাড়াল রাজধানীর কয়েক এলাকায়
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শিক্ষকতায় ফেরা হলো না বিশেষ সহকারীর, পদত্যাগপত্র গৃহীত অবসর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫