অর্ধশত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পড়ল পুকুরে

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া ট্রাক
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া ট্রাক  © টিডিসি ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রাক পুকুরে পড়ে গিয়ে সেনেহা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় গ্রামের সমস-মাঠেরহাট সংলগ্ন গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৪ জুন) সকালে শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য এ টি এম ফারুকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সেনেহা আক্তার ভেলারায় সোনারপাড়া গ্রামের সাজেদুল ইসলামের মেয়ে। পরিবারসহ ঢাকায় যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয় শিশুটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০-৬০ জন যাত্রী একটি ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভেলারায় গ্রামে পৌঁছে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় পুকুরে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকের সব যাত্রী পানিতে পড়ে যান।

আরও পড়ুন: ভোরের আলো ফোটার আগেই একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

স্থানীয় লোকজন ছুটে এসে বেশিরভাগ যাত্রীকে দ্রুত উদ্ধার করতে পারলেও শিশুটি পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যায়। ইউপি সদস্য এ টি এম ফারুকুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। মাত্র ছয় বছরের একটি শিশু যেভাবে প্রাণ হারাল, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুরো এলাকা এখন শোকে স্তব্ধ।’


সর্বশেষ সংবাদ