ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই গ্রেপ্তার

বড় ভাই কামাল হোসেন
বড় ভাই কামাল হোসেন  © সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় সৎ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এ হত্যাকাণ্ডের পর প্রায় এক মাস পলাতক থাকার পর সোমবার (৯ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ী এলাকা থেকে অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত কামাল হোসেন (৫০) বাঘা উপজেলার আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ ওরফে দুখু মন্ডলের ছেলে। নিহত ছাদেক আলী (৪৫) ছিলেন তার আপন সৎ ভাই এবং পেশায় একজন ছাগল ব্যবসায়ী।

ঘটনার সূত্রপাত ১৩ মে, বেলা ৩টার দিকে, ব্যবসার কাজে চন্ডীপুর বাজারের উদ্দেশে রওনা দেন ছাদেক। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী মোবাইল ফোনে যোগাযোগ করলে ছাদেক জানান, তিনি কামালের বাড়িতে আছেন। এরপর নিখোঁজ থাকা অবস্থায় ১৪ মে দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের একটি আমবাগানে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই দিন রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে কোনো এক সময়ে পারিবারিক বিরোধের জেরে কামাল পূর্বপরিকল্পিতভাবে হাসুয়া দিয়ে কুপিয়ে ছাদেককে নির্মমভাবে হত্যা করেন। ঘটনার পরপরই তিনি গা ঢাকা দেন। নিহতের স্ত্রী বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ও র‍্যাব যৌথভাবে তদন্ত শুরু করে।

র‍্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানান, হত্যার পর থেকেই আসামিকে ধরতে র‍্যাব ছায়া তদন্ত চালিয়ে আসছিল। অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত কামালকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ