ঈদে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকবে র‌্যাব

পবিত্র ঈদুল আজহা নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলনে কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী
পবিত্র ঈদুল আজহা নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলনে কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী  © টিডিসি ফটো

পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

আজ শুক্রবার (৬ জুন) রাজধানীর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের মুখপাত্র বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও র‍্যাব ফোর্সেস দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সারাদেশে তালিকাভুক্ত ঈদ জামাতের স্থান গুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকারম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুর বড় ঈদগাহ ও দেশের অন্যান্য ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা সুইপিং করা হচ্ছে। এর পাশাপাশি ওয়াচ টাওয়ার স্থাপন, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল পেট্রোল, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। এছাড়াও যে কোন পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: ঈদে ঢাকার প্রতিটি ঈদ জামাত নিরাপত্তার আওতায় থাকবে: ডিএমপি কমিশনার

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানায়, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও ফেরিঘাটে র‍্যাবের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। নজরদারির আওতায় রয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি, অতিরিক্ত যাত্রী বহন, মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই, হয়রানি ও চাঁদাবাজি দমন, পশুবাহী গাড়িতে চাঁদাবাজি রোধে হাইওয়েতে নিয়মিত টহল ও চেকপোস্ট থাকবে।

রাজধানীসহ দেশের বিভিন্ন বিপণিবিতান, শপিংমল ও বিনোদন কেন্দ্রে স্ট্যাটিক টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। র‌্যাবের মুখপাত্র বলেন, এতে করে সাধারণ মানুষ নিরাপদে কেনাকাটা ও ঘোরাফের করতে পারবে। এছাড়া ঈদের ছুটিতে ঘরবাড়ি ফাঁকা থাকায় চুরি-ডাকাতি রোধে র‍্যাবের নজরদারি ও রাত্রিকালীন টহল বাড়ানো হয়েছে।

মলম পার্টির দৌরাত্ম প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইন্তেখাব চৌধুরী বলেন, ‘আমার মনে হয় মলম পার্টির দৌরাত্ম্য আগের চেয়ে কমেছে। রংপুরে ১৩ জন এবং সিলেটেও এমন চক্রকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় জবি শিক্ষার্থীর ওপর হামলা

তিনি আরও বলেন, ‘র‍্যাবের নিয়মিত অভিযানের কারণে অপরাধীদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। এজন্য সংবাদমাধ্যমেও এ বিষয়ে খবর কম এসেছে। আশা করছি, এবার মলম পার্টি তেমন কার্যক্রম চালাতে পারবে না।’

তবে ঈদের সময় পশু ব্যবসায়ীসহ সাধারণ জনগণকে যেকোনও জরুরি প্রয়োজনে র‍্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানান র‍্যাবের মুখপাত্র। তিনি বলেন, ‘দেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে, সেটি নিশ্চিত করতেই র‍্যাব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।’

দেশের সকলের ঈদ-উল-আযহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা  নিশ্চিতকরণসহ যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব। যে কোন জরুরী প্রয়োজনে পশু ব্যবসায়ীসহ দেশের সকল জনগণকে র‌্যাবের কন্ট্রোল রুমের মাধ্যমে সহযোগিতার জন্য যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হলো।


সর্বশেষ সংবাদ