চাঁদা না দেওয়ায় জবি শিক্ষার্থীর ওপর হামলা
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১০:৫২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধামাইচ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীর ওপর সংঘবদ্ধ হামলা, চাঁদা দাবির অভিযোগ এবং মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা হয়েছে বলে জানা গেছে। হামলার শিকার শিক্ষার্থীর নাম মো. মোসাব্বির হোসেন (২২)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।
হামলার ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ জুন) বিকেল পাঁচটার দিকে, তাড়াশ উপজেলার পশ্চিম সীমান্তবর্তী ধামাইচ বাজার এলাকায়।
জানা গেছে, ঈদের ছুটিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা বাহাদুরপাড়ায় নিজ গ্রামে অবস্থান করছিলেন মোসাব্বির। সেদিন বিকেলে তিনি বাবার মোটরসাইকেল নিয়ে পাশের ধামাইচ বাজারে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই গ্রামের সাগর হোসেন (২৬), তার বাবা জব্বার মন্ডল (৪৫) ও চাচা বোরহান মন্ডল (৪০) তাকে পথরোধ করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা শিক্ষার্থীর মোটরসাইকেলের চাবি কাড়ার চেষ্টা করে।
পরে ধস্তাধস্তির একপর্যায়ে তারা লাঠি ও ইট দিয়ে মোসাব্বিরের ওপর হামলা চালায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার পর ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মোসাব্বির বলেন, “ওই সন্ত্রাসীরা আগেও আমার স্কুল শিক্ষক বাবার কাছ থেকে চাঁদা দাবি করেছে। টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে ও মোটরসাইকেল ছিনিয়ে নিতে চেয়েছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অন্যদিকে, অভিযুক্ত সাগর হোসেন মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা তাকে মারিনি। সে যে ছবি দিচ্ছে, সেগুলো আগের দুর্ঘটনার। তবে টাকা চাওয়া হয়েছিল। ২০১৪ সালে আমার বাবা তার বাবাকে বিদ্যুতের খুঁটির কাজে এক লাখ টাকা দিয়েছিলেন। আমরা টাকা ফেরত চেয়েছি, শুধু তাই। বাইক নিয়ে বাজারে ঢুকতে নিষেধ করার পরও সে আসায় আমরা চাবি নিয়েছিলাম, কিন্তু মারধর করিনি।”
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. আসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলা হবে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”