মবের নামে নাশকতার সুযোগ নেই এখন: সারজিসকে সেনা কর্মকর্তা

০১ জুন ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১২:০২ PM
সেনাবাহিনীর সঙ্গে আলাপকালে সার্জিস আলম

সেনাবাহিনীর সঙ্গে আলাপকালে সার্জিস আলম © সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন।

ব্রিগেডিয়ার হুমায়ুন কাইয়ুম তখন সারজিস আলমকে বলেন, ‘শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে কাজ করে। আপাতত স্ট্যান্ডিং হলো—যারা জনগণের অসুবিধা করে, নাশকতা চালায়, মবের নামে আগুন লাগায়, ঘরবাড়ি ভাঙচুর করে—তাদের কাছে বার্তা স্পষ্ট: এখন আর এসবের সুযোগ নেই।’

গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে জি এম কাদেরের রংপুরের সেনপাড়ার ‘দ্য স্কাই ভিউ’ বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও জাপার নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলার সময় জিএম কাদের নিজ বাসভবনেই উপস্থিত ছিলেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পায়রা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করে। পরে বৃষ্টির মধ্যেই ঘটনাস্থলে যান সারজিস আলম। রাত ২টার দিকে তাঁরা সেখান থেকে ফিরে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

ঘটনার পর সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘তদন্তের স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত, এনসিপি—যে কাউকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এটা প্রয়োজনীয়। তবে আমরা মনে করি, রাত ১টা-২টার সময় ডেকে নেওয়াটা কিছুটা দৃষ্টিকটু। দিনের বেলায়, অফিস সময়ের মধ্যে ডাকলেই সবাই প্রস্তুত থাকবে সহযোগিতার জন্য।’

 

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬