ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে, আটক ৬ 

৩১ মে ২০২৫, ০৯:৫৪ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ০১:৩৭ PM
বৈশাখী ইসলাম বর্ষা

বৈশাখী ইসলাম বর্ষা © সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৈশাখী ইসলাম বর্ষা (১৭) নামে এক কলেজছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। হামলায় জড়িতরা ছাত্রদল নেতাকর্মী বলে জানা গেছে।

আটককৃতরা হলেন, ওই এলাকার আরিফ হোসেন (২৪), শরিফ শেখ (২০), সজিব শেখ (২৩) এবং ১৬ ও ১৭ বছর বয়সী দুই কিশোর। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেলের অতিরিক্ত দায়িত্বরত) আসিফ ইকবাল।

জানা গেছে,  শুক্রবার (৩০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ভাবুকদিয়া গ্রামে নিজ বাড়ির পাশে বৈশাখীকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ঘটনার পর সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক আইডি ‘বৈশাখী ইসলাম বর্ষা’ থেকে দুটি লাইভে (১ মিনিট ৯ সেকেন্ড ও ২৭ সেকেন্ড) ঘটনার বিস্তারিত তুলে ধরেন। 

ফেসবুক লাইভে তিনি বলেন,  ‘আমি বৈশাখী ইসলাম। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি একটা ইভটিজিংয়ের কেস নিয়ে প্রতিবাদ করাতে বিএনপির লোকজন আমাকে রাস্তায় ফেলে মারধর করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল, যার কারণে রাস্তায় ফেলে বিএনপির লোকজন আমাকে মারছে। তারা আমাকে, একজন মেয়ে বলে, ইচ্ছামতো চুল ধরে টেনে লাথি মেরেছে। আমার বাবাকে খুঁজছে মারার জন্য। আমি খুব বাজে অবস্থায় আছি। আমি কী করব, বুঝতে পারছি না।’

স্থানীয়রা জানান, বৈশাখীর বোনকে একই এলাকার এক যুবক যৌন হয়রানি করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশ ডাকা হয়। তার আগেই বৈশাখী থানায় অভিযোগ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক।   

নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউজ্জামান মোল্লা বলেন, ওই সমন্বয়ক ও যে ছেলের সঙ্গে এ ঘটনা তারা দুই পরিবারই আওয়ামী লীগ ঘরনার পরিবারের সদস্য। ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, এটি ভাবুকদিয়া গ্রামে দুই পরিবারের অভ্যন্তরীণ ঘটনা। এর সঙ্গে বিএনপি কিংবা রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। 

তিনি বলেন, এক মেয়েকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া উত্ত্যক্তকারী যুবক শরীফ বেপারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চলছে। 

নগরকান্দার ইউএনও মো. কাফী বিন কাদির বলেন, বিষয়টি জানতে পেরেছি। আমি ভবুকদিয়া এলাকায় একটি বড় ঘটনার মধ্যে ঝামেলাতে আছি। এ বিষয়ে পরবর্তীতে কথা বলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

‘নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম, জকসু হচ্ছে এটাই …
  • ০৭ জানুয়ারি ২০২৬
নাট্যকলা-চারুকলা-সঙ্গীতসহ ৯টিতে এগিয়ে ছাত্রদল, শিবির এগিয়ে …
  • ০৭ জানুয়ারি ২০২৬
বাউবিতে সাবেক প্রধানমন্ত্রী ও প্রতিষ্ঠাতা চ্যান্সেলর বেগম খ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
ফ্যাসিস্ট হাসিনা যেন আর কোনদিন বাংলাদেশে জায়গা না পায়: ফেলা…
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসুর ৩৩ কেন্দ্রের ফল প্রকাশ, জয়ের পথে শিবির
  • ০৭ জানুয়ারি ২০২৬
সিলেটকে হারিয়ে শীর্ষে উঠল চট্টগ্রাম
  • ০৭ জানুয়ারি ২০২৬