ভালুকায় মুক্তিযোদ্ধাসহ দুজনকে হত্যা, আহত ৪

২৭ মে ২০২৫, ১০:০০ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় একজন বীর মুক্তিযোদ্ধাকে কোদালের আঘাতে ও নিজ ভাবিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এছাড়া, তার অস্ত্রের আঘাতে আরও ৪ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সাইদুলকে গ্রেফতার করেছে।

নিহতরা হলেন, ওই পাঁচগাঁও গ্রামের শহীদ মিয়ার স্ত্রী হাফেজা আক্তার (৫২) ও মৃত সলিম উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা গাজী আশারাফ আলি আশু (৭০)। জানা গেছে, হাফেজা আক্তার সম্পর্কে সাইদুল ইসলামের ভাবী।

অন্যদিকে আহতরা হলেন- একই গ্রামের আব্দুস সামাদ (৩৫), তার ভাই সাকিম (৩৫), বীর মুক্তিযোদ্ধা আলী শিকদার (৭৫) এবং জেবুন নাহার (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছেন সাইদুল ইসলাম। বিকেলে বাড়ির পাশের হাফেজা আক্তার হাতে কাঁচি নিয়ে গরুর জন্য ঘাস তুলতে যান। এসময় সাইদুল হাতের কাঁচি কেড়ে নিয়ে হাফেজাকে জবাই করে হত্যা করেন। কিছুক্ষণ পর বীর মুক্তিযোদ্ধা গাজী আশরাফ আলি আশুকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। একই সময় আব্দুস সামাদ, সাকিম, বীর মুক্তিযোদ্ধা আলী শিকদার ও জেবুন নাহারকেও আহত করেন তিনি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা গাজী আশরাফ আলি আশুকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

রাজপথ দখল না করা পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার হবে না: ঢ…
  • ০২ জানুয়ারি ২০২৬
সিলেট টাইটান্সের ম্যাচসহ সব কার্যক্রম বয়কটের সিদ্ধান্ত
  • ০২ জানুয়ারি ২০২৬
গুলশান সেন্ট্রাল মসজিদে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া
  • ০২ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে ঢাকাকে হারাল চট্টগ্রাম
  • ০২ জানুয়ারি ২০২৬
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
  • ০২ জানুয়ারি ২০২৬
সপরিবারে ইউরোপে উচ্চশিক্ষা, জেনে নিন খুঁটিনাটি
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!