অনলাইন জুয়া ও বেটিং দমনে দেশজুড়ে সিআইডির অভিযান

২৭ মে ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ১০:৫৭ AM
অনলাইন জুয়ায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইন

অনলাইন জুয়ায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইন © সংগৃহীত

সাইবার অপরাধ দমন ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সদ্য প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় এই অভিযান চালানো হচ্ছে। অনলাইনভিত্তিক জুয়া ও বেটিংয়ে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

সিআইডির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এক হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং এজেন্টকে অনলাইন জুয়ার লেনদেনে সংশ্লিষ্ট থাকার প্রমাণসহ শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে এসব এজেন্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকে তালিকা পাঠানো হয়েছে। সেখানে এজেন্টদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লাইসেন্স বাতিল এবং অর্থদণ্ড আরোপের সুপারিশ করা হয়েছে।

অনলাইন জুয়া বর্তমানে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সহজে অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে তরুণ-যুবা শ্রেণি এসব কার্যক্রমে জড়িয়ে পড়ছে। ফলে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পারিবারিক অস্থিরতা তৈরি হচ্ছে, এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পালনে বাধা দেওয়ার অভিযোগ

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ নম্বর ধারায় বলা হয়েছে, অনলাইন জুয়ায় অংশগ্রহণ, জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও তা প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। এছাড়া ২১ ও ২২ ধারায় জুয়াবিষয়ক লেনদেন, প্রতারণা ও জালিয়াতি নিষিদ্ধ করা হয়েছে।

সিআইডি অনলাইন জুয়ায় জড়িত না হতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিবারের সদস্য, বিশেষ করে তরুণ প্রজন্মকে এসব কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সন্দেহভাজন ওয়েবসাইট, অ্যাপ বা মোবাইল নম্বর সম্পর্কে তথ্য জানাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। হটলাইন নম্বর—০১৩২০০১০১৪৬, ০১৩২০০১০১৪৭ ও ০১৩২০০১০১৪৮।

মেডিকেল অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ৮ জানুয়ারি
  • ০২ জানুয়ারি ২০২৬
গণঅভ্যুত্থানের ১৭ মাস পেরিয়ে গেলেও হাসপাতালের বিছানাবন্দি ছ…
  • ০২ জানুয়ারি ২০২৬
রাতে ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
  • ০২ জানুয়ারি ২০২৬
আন্দোলনে বছরজুড়ে আলোচনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ০২ জানুয়ারি ২০২৬
কারা থাকছে বিশ্বকাপ স্কোয়াডে, আলোচনায় নতুন-পুরাতন মুখও
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মা…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!