জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

২০ মে ২০২৫, ১১:৩৫ AM , আপডেট: ২০ মে ২০২৫, ০৬:৫৪ PM
ইউপি সদস্য পুষ্প চন্দ্র দাস

ইউপি সদস্য পুষ্প চন্দ্র দাস © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশঝাড়ে গোপনে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পুষ্প চন্দ্র দাসসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা (মন্ডলপাড়া) গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন– শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ভেলারায় (মাঝিপাড়া) গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে পুষ্প চন্দ্র দাস (৪০), দক্ষিণ সীচা (ছাতিনামারী) গ্রামের জবেদ আলীর ছেলে সামিউল ইসলাম (৪০) এবং সীচা (মন্ডলপাড়া) গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।

বিষয়টি নিয়ে পুলিশ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চন্ডিপুর ইউনিয়নের সীচা (মন্ডলপাড়া) গ্রামের আমিনুল ইসলাম ঘটকের বাড়ির পিছনের বাঁশঝাড়ে জুয়ার আসর বসেছে। পরে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি.) দীপক চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারুরা পালানোর চেষ্টা করে।

তবে শেষ পর্যন্ত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৩শ টাকা এবং জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!