ডিবি কার্যালয়ে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ চলছে নুসরাত ফারিয়ার

নুসরাত ফারিয়াকে ডিবিতে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী
নুসরাত ফারিয়াকে ডিবিতে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী  © সংগৃহীত

আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছে ডিবি এবং ভাটারা থানার তদন্তকারী কর্মকর্তা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ভাটারা থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ডিবির একটি দল প্রয়োজনীয় তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ থেকে যেসব তথ্য পাওয়া যাবে, সেগুলোর ভিত্তিতে পরবর্তী আইনানুগ সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: নুসরাত ফারিয়াকে নেওয়া হয়েছে ডিবিতে

এর আগে, রোববার (১৮ মে) থাইল্যান্ডগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠার আগমুহূর্তে ইমিগ্রেশন পুলিশ ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

জানা গেছে, বেলা আড়াইটার দিকে বিমানবন্দরে শুরু হয় তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ। পরে তাকে হস্তান্তর করা হয় রাজধানীর ভাটারা থানার পুলিশের কাছে।

বিমানবন্দরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: খালেদা জিয়াকে হয়রানি, দুদকের ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা

উল্লেখ্য, ২০২৪ সালে রাজধানীর ভাটারা থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে। মামলার বাদী এনামুল হকের অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ব্যক্তি ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জন আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করেন।

মামলায় আরও দাবি করা হয়, অভিযুক্তরা ওই সময় আওয়ামী লীগের পক্ষে বিপুল পরিমাণ অর্থের যোগান দিয়েছিলেন। শুধু নুসরাত ফারিয়াই নন, তার সঙ্গে শোবিজ অঙ্গনের আরও ১৬ জন তারকাকে এই মামলায় আসামি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ