নুসরাত ফারিয়াকে নেওয়া হয়েছে ডিবিতে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ রোববার, (১৮ মে) থাইল্যান্ড গমনকালে ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে চলতি বছরের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় অভিযোগ রয়েছে। যদিও সেই মামলায় এখনও তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি, ভাটারা থানার ওসি মাজাহারুল ইসলাম জানিয়েছেন।
তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নুসরাত ফারিয়াকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে ডিবিতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কিনা, তা যাচাই করা হচ্ছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে কাজ চলছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি মামলায় অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ব্যক্তি এবং তিন থেকে চারশ’ অজ্ঞাতনামা ব্যক্তি ওই সময় আন্দোলন দমন করতে সক্রিয়ভাবে অর্থ সহায়তা দিয়েছেন। সেই তালিকায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার নামও যুক্ত করা হয়েছে।
মামলার বিবরণে আরও বলা হয়েছে, আন্দোলন দমনের উদ্দেশ্যে বিপুল অর্থ ব্যয়ে পরিকল্পিত হামলার অংশ হিসেবে বাদী এনামুল হক গুলিবিদ্ধ হন। তার দাবি, আসামিদের ছোড়া গুলিতে তার ডান পায়ে আঘাত লাগে এবং তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।