ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: সোহরাওয়ার্দী উদ্যানে দোকানপাট বন্ধ

১৪ মে ২০২৫, ০১:৪২ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৩:০৭ AM
সোহরাওয়ার্দী উদ্যানে বন্ধ দোকানপাট

সোহরাওয়ার্দী উদ্যানে বন্ধ দোকানপাট © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনার বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সব দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে উদ্যোনের ক্ষুদ্র ব্যবসায়ীরা অবসর সময় কাটাচ্ছেন। এ ছাড়া উদ্যোনের ভেতরে মানুষের আনাগোনাও অন্যান্য দিনের মতো লক্ষ করা যায়নি।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন অংশ ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

এসব ক্ষুদ্র ব্যবসায়ী বলছেন, ‘গতকাল মঙ্গলবার রাতে আনসার সদস্যরা এসে দোকানপাট বন্ধ করার কথা বলেন। অন্যথ্যায় দোকানপাট উচ্ছেদ করা হবে। ফলে আমরা নিজেরাই এখন দোকানপাট বন্ধ করে রাখছি।’

তারা আরও বলেন, ‘আমরা পরিবার নিয়ে বেকায়দায় পড়ব। কত দিন বন্ধ করে রাখতে রাখতে হয়, আল্লাহ জানে।’

আল আমিন নামের এক চা ব্যবসায়ী বলেন, ‘সাম্য ছিল আমার খুব কাছের একজন। আমার কাছে নিয়মিত চা খেতে আসত সে। তার সঙ্গে বসে কত আড্ডা দিয়েছি।’

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় প্রধান ৩ আসামি গ্রেপ্তার

তিনি আরও বলেন, ‘গতকাল আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল। বলছে আধা ঘণ্টা পড় সে আসবে, কিন্তু সে আর আসেনি। আমার ভাইটাকে মেরে ফেলা হলো।’

মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চসংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাম্যের সহপাঠী আহত বায়েজিদ বলেন, ‘আমরা তিনজন ক্যান্টিন থেকে বের হচ্ছিলাম। হঠাৎ ৮-১০ জনের একটি দল আমাদের ঘিরে ফেলে। তারা কোনো কথা না বলেই হামলা চালায়। সাম্যকে একাধিক ছুরিকাঘাত করা হয়, প্রচণ্ড রক্তক্ষরণে সে দ্রুত নিস্তেজ হয়ে পড়ে। আমরা তখনই তাকে মেডিকেলে নিয়ে আসি, কিন্তু চিকিৎসক জানিয়ে দেন, আর কিছু করার নেই।’

আরও পড়ুন: ৫ মাস আগে উদ্যানের গেট বন্ধ করতে চেয়েছিল ঢাবি প্রশাসন, বিরোধিতায় হয়নি বাস্তবায়ন

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতভর অভিযান চালিয়ে রাজাবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১৪ মে) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি বলেন, ‘ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা কয়েকজনের নামের মামলা হয়েছে।’

পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা করবে পুলিশ, পুলিশ করলে কী…
  • ০১ জানুয়ারি ২০২৬
অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা
  • ০১ জানুয়ারি ২০২৬
বিটিআরসির নতুন মহাপরিচালক শাহজাদ পারভেজ মহিউদ্দিন
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়াকে মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় দিয়েছে : জ…
  • ০১ জানুয়ারি ২০২৬
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে: প্রেস সচিব
  • ০১ জানুয়ারি ২০২৬
নববর্ষের রাতে সুইজারল্যান্ডের বার বিস্ফোরণে নিহত ৪০
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!