ঢাবি ছাত্রকে পিটিয়ে ডাস্টবিনে ছুঁড়লো ছাত্রলীগ নেতা

২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৮ AM
মারধরে গুরুতর আহত ছাত্র আবুল কাসেম (বায়ে) এবং ছাত্রলীগ নেতা ইমাম হাসান (ডানে)

মারধরে গুরুতর আহত ছাত্র আবুল কাসেম (বায়ে) এবং ছাত্রলীগ নেতা ইমাম হাসান (ডানে) © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রকে মারধর করে ডাস্টবিনে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলে এ ঘটনা ঘটে।

মারধরকারী অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম ইমাম হাসান । তিনি হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনার পরে অন্য ছাত্রলীগ নেতারা আহত শিক্ষার্থীকে ডাস্টবিন থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবুল কাসেমের সাথে কথা কাটাকাটি হয় অভিযুক্ত ইমাম হাসানের। পরে ইমাম তার অনুসারী অন্য ছাত্রলীগ কর্মীদের নিয়ে এসে তার উপর হামলা চালায়। কাসেম গুরুতর আহত হলে ইমামের অনুসারীরা তাকে হলের ডাস্টবিনে ফেলে রাখে।

পরে সেখান থেকে সূর্যসেন হল ছাত্রলীগ নেতা মেশকাতসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন। ইমাম হাসান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী বলে জানা গেছে।

এ ঘটনায় আহত শিক্ষার্থীকে বাঁঁচাতে গিয়ে আহত হন একই হলের দ্বিতীয় বর্ষের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের জোবায়ের, তৃতীয় বর্ষের ম্যানেজম্যান্ট ও ইনফরমেশন সিস্টেম বিভাগের মোস্তফা দাউদ ও দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শওকত। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ও একটি মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে ইমামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসকেও একাধিকবার কল দেয়া হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে জসীমউদদীন হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ বলেন, ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬