মওদুদের ফেসবুক রিকোয়েস্টে দুই লাখ টাকা খোয়ালেন তরুণী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২১ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৮ PM
চাকরির প্রলোভন দেখিয়ে ফেসবুক চ্যাটিংয়ের মাধ্যমে তরুণীর কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন কথিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। চাকরি না দিয়ে করেছেন ব্ল্যাকমেল। এ ঘটনায় অসহায় সেই তরুণী থানায় মামলা করেছেন। এখন কথিত সেই ‘ব্যারিস্টার মওদুদ আহমেদ’কে খোঁজ করছেন ডিবি পুলিশ।
মামলার তদন্ত সূত্রে জানা যায়, ব্যারিস্টার মওদুদ আহমেদ ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক নারী আইনজীবীকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে তাকে একটি বিদেশি কোম্পানিতে চাকরি দেয়ার প্রলোভন দেখান। এরপর চাকরি না দিয়ে তাকে দিনের পর দিন ঘুরিয়েছেন কথিত ব্যারিস্টার মওদুদ আহমেদ। এর কয়েকদিন পর ব্যারিস্টার মওদুদের অ্যাকাউন্ট থেকে মেসেজ দেয়া শুরু করেন শাকিল আহম্মদ নামে আরেকজন। মেসেজে তিনি নিজেকে ব্যারিস্টার মওদুদের অ্যাসিসটেন্ট (সহকারী) পরিচয় দেন।
শাকিল মওদুদের রেফারেন্সে ওই তরুণীকে একটি বিদেশি কোম্পানিতে ল’ অফিসার হিসেবে চাকরি দেয়ার কথা বলে হাতিয়ে নেন ২ লাখ ১৭ হাজার টাকা। এরপর চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার (নিয়োগপত্র) চাইলে ক্ষুব্ধ হয়ে তরুণীর কিছু ব্যক্তিগত ছবি নিয়ে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে তাকে নানাভাবে ব্ল্যাকমেল করেন।
এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন ওই তরুণী। মামলার তদন্তভার দেয়া হয় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে। বর্তমানে কথিত সেই ব্যারিস্টার মওদুদের খোঁজে অভিযান চালাচ্ছেন তারা।
তদন্তে ডিবি জানতে পারে, কথিত মওদুদের নাম মো. শাকিল আহমেদ। তার বাড়ি সিলেটের গোপালগঞ্জ উপজেলার আমোনিয়া গ্রামে। শাকিল অ্যাকাউন্ট নিজেকে ‘ব্যারিস্টার মওদুদ’ দাবি করে ওই তরুণীর সঙ্গে ফেসবুকে চ্যাট করতেন। ওই তরুণী কথিত মওদুদের সঙ্গে দেখা করতে চাইলে তিনি শাকিল নামে তার সহযোগীর সঙ্গে দেখা করতে বলেন।
গত বছরের ৩ আগস্ট শাকিল ওই তরুণীর সঙ্গে পলওয়েল মার্কেটের সামনে দেখা করেন। এরপর থেকে দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে ও ঘনিষ্ঠতা বাড়ে। পরে চাকরি দেয়ার নাম করে কার কাছে থেকে কয়েক ধাপে মোট ২ লাখ ১৭ হাজার টাকা হাতিয়ে নেন শাকিল।
প্রথমে শাকিলের বিরুদ্ধে পল্টন থানায় একটি জিডি করেন ওই তরুণী। পরবর্তীতে মামলা করেন তিনি।
এ বিষয়ে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-উত্তর) গোলাম সাকলায়েন বলেন, ‘আমরা ভুয়া ব্যারিস্টার মওদুদ আহমেদকে ধরার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আশা করছি, তাকে দ্রুত গ্রেফতার করতে পারব।’