জীবিত মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে ভাতা তোলেন স্ত্রী, বেঁধে রাখা হয় ঘরে 

মুক্তিযোদ্ধা সুজন তালুকদারের বাঁধন খুলে দিচ্ছেন ইউএনও
মুক্তিযোদ্ধা সুজন তালুকদারের বাঁধন খুলে দিচ্ছেন ইউএনও  © টিডিসি ফটো

চাঁদপুরে জীবিত থাকলেও মুক্তিযোদ্ধা সুজন তালুকদারকে দীর্ঘদিন ধরে কাগজে-কলমে মৃত দেখিয়ে ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তাকে গৃহবন্দী করে খাটের সঙ্গে বেঁধে রেখেছিলেন তিনি। বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি জানতে পেরে তার বাসায় উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

নিজের চোখে এ দৃশ্য দেখে মুক্তিযোদ্ধাকে উদ্ধার করেন ইউএনও। তিনি বলেন, ‘স্ত্রী হয়ে নিজের স্বামীকে মৃত দেখিয়ে বছরের পর বছর ভাতা তুলে নেওয়ার মতো জঘন্য প্রতারণা আমি আগে কখনও দেখিনি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জানা গেছে, ২০২০ সালেই অসীমা তার স্বামীকে মৃত দেখিয়ে জাতীয় ও সরকারি রেকর্ডে তথ্য দেন এবং ভাতা উত্তোলন শুরু করেন। সোনালী ব্যাংক চিত্রলেখা মোড় শাখা থেকে নিয়মিতভাবে মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিশ হিসেবে ভাতা উত্তোলন করতেন তিনি। ব্যাংকের এক কর্মকর্তা জানান, সুজন তালুকদারের নামে নিয়মিত মাসিক ২০ হাজার টাকা, ঈদ বোনাস এবং বৈশাখী ভাতা উত্তোলন করেছেন তার স্ত্রী একক ওয়ারিশ হিসেবে।

সরকারি ওয়েবসাইটে বীর মুক্তিযোদ্ধা তথ্য ব্যবস্থাপনা সিস্টেমেও সুজন তালুকদারকে মৃত দেখানো হয়েছে। অথচ তিনি জীবিত এবং চরম অবহেলায় দিন কাটাচ্ছিলেন নিজ বাড়িতেই। তার ভাতিজি বিপাশা তালুকদার অভিযোগ করেন, ‘আমার কাকুকে কাগজে-কলমে কাকী মেরে ফেলেছেন অনেক আগেই। এখন ওনার সম্পত্তি হাতিয়ে নিতে তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে হত্যার পরিকল্পনা করছেন।’

ভুক্তভোগীর স্বজন কল্পনা তালুকদার বলেন, ‘দিনের পর দিন তাকে ঘরে বন্দী করে রেখেছে। যাতে কেউ তার জীবিত থাকা প্রমাণ করতে না পারে।’ 

আরও পড়ুন: আ.লীগ নিষিদ্ধ ও হত্যাকারীদের বিচার চেয়ে রাত পেরিয়ে সকালেও উত্তাল যমুনা

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মজিবুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধার নিরাপত্তার স্বার্থে একটি সাধারণ ডায়েরি করা হচ্ছে, যাতে তাকে আর কোথাও সরিয়ে নেওয়া বা ক্ষতি করার সুযোগ না থাকে।’

অভিযোগের বিষয়ে অসীমা তালুকদার বলেন, ‘আমি তার চিকিৎসায় সব অর্থ ব্যয় করেছি। কেউ বাড়াবাড়ি করলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না।’

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এ অভিযোগ প্রমাণিত হলে শুধুমাত্র ভাতা বন্ধ নয়, বরং তথ্যদাতাদের পুরস্কৃত করা হবে। প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!