বিদ্যালয়ের অফিসকক্ষে বসে ধূমপান করেন প্রধান শিক্ষক, কারণ দর্শাতে নোটিশ

২৭ এপ্রিল ২০২৫, ১২:২৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM
বিদ্যালয়ের অফিসকক্ষে বসে ধূমপান করছেন প্রধান শিক্ষক আফাজ উদ্দিন

বিদ্যালয়ের অফিসকক্ষে বসে ধূমপান করছেন প্রধান শিক্ষক আফাজ উদ্দিন © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিন বিদ্যালয়ের অফিস কক্ষে ধূমপান করছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অফিস কক্ষে বসে বিতর্কিত এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকসহ স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় সমালোচনার মধ্যেই উপজেলা মাধ্যমিক অফিস থেকে প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রধান শিক্ষক আফাজ উদ্দিন প্রায় সময় শিক্ষাপ্রতিষ্ঠানে বসেই ধূমপান করেন। এতে বিব্রতকর অবস্থায় পড়েন শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা। এমন ঘটনায় তার নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।

প্রধান শিক্ষক আফাজ উদ্দিন ধূমপানের বিষয়টি স্বীকার করে বলেন, ‘ছবিগুলো ২০২১-২২ সালের। ওই সময়ে যার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, সে ধারণ করে। এখন আমার সঙ্গে বিরোধ সৃষ্টি হওয়ায় ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।’

স্থানীয় রুবায়েত মিল্লাত বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘একজন প্রধান শিক্ষক যদি এমন কাজ করেন, তাহলে ছাত্র-ছাত্রীরা কি শিখবে উনার কাছ থেকে। দ্রুত প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’ আইয়ুব আলী নামের আরেকজন বলেন, ‘কাটাখালি উমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চরিত্র বিদ্যালয়ের অফিস কক্ষে চলমান। বিদ্যালয়ের শিক্ষার্থীরা উনার কাছ থেকে কি শিক্ষা আশা করতে পারে? আপনাদের ওপরেই ছেড়ে দিলাম।’

আরো পড়ুন: শহিদকন্যা লামিয়ার দাফন গ্রামের বাড়িতে, মরদেহ নিয়ে দুপুরে রওয়ানা দেবেন স্বজনরা

মাহাবুল হাসান নাঈম লিখেছেন, ‘কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে অফিসের টেবিল যেন উনার ধোঁয়া ছড়ানোর মঞ্চ! নীতি-নৈতিকতার কথা বাদ দিন, উনার চরিত্রের গন্ধও আজ ধোঁয়ার সাথে মিলিয়ে গেছে। একজন প্রধান শিক্ষকের আসনে বসে উনি যেন অপমানের এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন। এ রকম লজ্জার ছাপ নিয়ে কোন মুখে উনি শিক্ষক পরিচয় দেন। ভাবতেই গা ঘিন ঘিন করে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিষয়টি ছবিতে দেখেছি। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কাজ গর্হিত অপরাধ। বিষয়টি অধিকতর অপরাধ জেনে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ২৭ এপ্রিল থেকে তিন দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে তাকে জবাব দেয়ার জন্য বলা হয়েছে। জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রকাশ্যে ধূমপান করার কোনও সুযোগ নেই। কেউ প্রকাশ্যে ধূমপান করলে তাকে আইন অনুযায়ী শাস্তির আওতায় আসতে হবে। দায়িত্বশীল জায়গায় থেকে একজন প্রধান শিক্ষক হচ্ছেন শিক্ষার্থী ও জনসাধারণের কাছে আইডল। কোনও শিক্ষক বিদ্যালয়ে প্রকাশ্যে ধূমপান করলে তিনি অন্যায় করেছেন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বদলি প্রত্যাশী শিক্ষকদের রিটের শুনানি আগামীকাল
  • ২০ জানুয়ারি ২০২৬
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু শিগগিরই: র‍্যাব ম…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল, করবেন যেভাবে 
  • ২০ জানুয়ারি ২০২৬
এসএসসির ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা 
  • ২০ জানুয়ারি ২০২৬
স্বীকৃতি কর্মস্পৃহা বাড়ায়, দায়িত্ববান মানুষ তৈরি করে: মাউশি…
  • ২০ জানুয়ারি ২০২৬
নির্বাচনি ব্যয়ের জন্য জনগণের কাছে অনুদান চেয়েছে এনসিপি 
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9