মাগুরার সেই শিশু ধর্ষণ মামলার চার্জশিট দাখিল আজ: আইন উপদেষ্টা

আসিফ নজরুল
আসিফ নজরুল  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘মাগুরার সেই শিশুর ধর্ষণ মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে। আজকেই আদালতে দাখিল হবে চার্জশিট। এই বিচার অতি দ্রুত সময়ে শেষ করা হবে।’ 

রবিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

আইন উপদেষ্টা বলেন,  পুলিশ মাগুরার শিশু ধর্ষণের চার্জশিট প্রস্তুত করেছে। আইজিপি  এটা পর্যালোচনা করছে। নতুন আইন অনুযায়ী চার্জশিট দাখিলের ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ হবে।  আমরা যেহেতু ফরেনসিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামত মিলেছে, আমি আশা করছি এই বিচারকার্য আরও দ্রুত শেষ হবে। 

প্রসঙ্গত গত ৫ মার্চ  মাগুরায় বোনের  শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। গত ১৩ মার্চ  ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। এ ঘটনায় শিশুটির বোনের স্বামী,  শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে কারাগারে পাঠিয়েছে আদালত।


সর্বশেষ সংবাদ