ঘুমের ওষুধ খাইয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

১১ এপ্রিল ২০২৫, ১১:০৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM

© সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ঘুমের ওষুধ খাইয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা আফরোজা খানম বাদী হয়ে বুধবার (৯ এপ্রিল) রাতে নাজিরপুর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শ্বশুর তোরাব আলী শেখ (৬৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলে জানা যায়।

তোরাব আলী শেখ নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে। 

মামলার এজাহারে আফরোজা খানম জানান, ছয় মাস আগে তার মেয়ের বিয়ে হয় তোরাব আলীর ছেলের সঙ্গে। তার জামাই চট্টগ্রামে চাকরি করেন, ফলে মেয়ে শ্বশুরবাড়িতে একাই বসবাস করছিলেন।  গত ৮ এপ্রিল (মঙ্গলবার) রাতে শাশুড়ি চট্টগ্রামে ছেলের কাছে বেড়াতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে তোরাব আলী ঘুমের ওষুধ খাইয়ে তার মেয়েকে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে।

পরদিন ৯ এপ্রিল বিকেলে খবর পেয়ে আফরোজা খানম মেয়েকে উদ্ধার করে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ধর্ষণের শিকার তরুণী সেখানে চিকিৎসাধীন। 

ঘটনার পর সংবাদমাধ্যমকে আফরোজা খানম বলেন, ঘুমের ওষুধ খাইয়ে আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

ভুক্তভোগীর বড় ভাই সাগর বলেন, এটা একটি নিন্দনীয় ও কলঙ্কজনক ঘটনা। বিষয়টি জানার পর আমি নিজেই তাকে হাসপাতালে নিয়ে আসি। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অশেষ প্রতিম রায় জানান, বুড়িখালী এলাকা থেকে ধর্ষণের অভিযোগ নিয়ে এক তরুণী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং মামলা রুজু হয়েছে। আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থীর উপর হামলা প্রমাণ করে আইনশৃঙ্খলা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, আবেদন শেষ ২১ জানু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
'জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট: জনসচেতনতা তৈরিতে যুব ও ক্রীড়া…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের সংবাদ সম্মেলন রাত ৮ টায়
  • ১৫ জানুয়ারি ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত স…
  • ১৫ জানুয়ারি ২০২৬
চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ১৫ জানুয়ারি ২০২৬