ঢাবি ছাত্রকে মারধর করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

  © প্রতীকী ছবি

রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মেহেদী হাসানকে মারধর করেছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আপ্পি। নড়াইল পৌরসভার আদালতপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এ মারধরের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ভুক্তভোগী মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মারধরের ফলে তার শরীরের মাথা, ঘাড় ও পিঠে আঘাত পেয়েছে। এর প্রতিবাদে ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধু-বান্ধবরা শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যার পর অভিযুক্ত আপ্পির বাড়ির সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অবস্থান নেয়।

ভুক্তভোগী ছাত্র মেহেদী হাসান বলেন, আমাদের বাড়ির সামনের রাস্তা আটকে দেয় স্বেচ্ছাসেবক লীগের নেতা আপ্পি। এর প্রতিবাদ করায় সে আমাকে ব্যাপক মারধর করে আহত করে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম স্বপন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদীকে মারধর করেছে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আপ্পি। এ ঘটনার যথাযথ বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে আপ্পির সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence