অনৈতিক কাজের সময় সেনা সদস্যসহ ৩ যুবক আটক

সেনা সদস্যসহ তিন যুবককে আটক করেছে পুলিশ
সেনা সদস্যসহ তিন যুবককে আটক করেছে পুলিশ  © সংগৃহীত

নওগাঁর পোরশায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক সেনা সদস্যসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, সাপাহার উপজেলার জালশুকা গ্রামের মো. মেহেদী হাসান (২০), মো. শামীম আলী (৩০) ও মো. শামীম ইকবাল (২০) নামে তিন যুবক শ্রীকৃষ্ণপুর গ্রামের মো. আখতারুল ইসলামের বাড়িতে যান। সেখানে গিয়ে তার মেয়ে মোছা. সানোয়ারা বেগমের (২৮) সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হন বলে অভিযোগ ওঠে।  

এ ঘটনা জানতে পেরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পোরশা থানা ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে ফোর্স পাঠান। পরে পুলিশ অভিযুক্তদের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।  

পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তবে আটক সেনা সদস্যকে সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এলাকাবাসীর অভিযোগ, মোছা. সানোয়ারা বেগম দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তারা একাধিকবার এ ধরনের কাজ বন্ধ করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন যেন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয় এবং সমাজের যুবকদের এসব কাজ থেকে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তিন যুবককে আদালতে পাঠানো হয় এবং আটক সেনা সদস্যকে সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।


সর্বশেষ সংবাদ